Home » জেলার খবর » নেহেরু যুব কেন্দ্রের পরিচালনায় ৫ দিনের প্রশিক্ষণ শিবির চালু হলো বক্রেশ্বরে

নেহেরু যুব কেন্দ্রের পরিচালনায় ৫ দিনের প্রশিক্ষণ শিবির চালু হলো বক্রেশ্বরে

ক্লাব মানে শুধু তাস, ক্যারাম বা আড্ডা নয়, কিংবা নয় বছরে একবার রবীন্দ্র সন্ধ্যা বা সাংস্কৃতিক অনুষ্ঠান। বরং সমাজ জীবনে ক্লাব গুলি যে আরো গুরুত্ব পূর্ণ ভূমিকা নিতে পারে সেই সম্ভাবনার কথা মাথায় রেখে এক অভিনব প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে নেহরু যুব কেন্দ্র। তাঁতিপাড়া জাগরণ ক্লাবের উদ্যোগে ও নেহরু যুব কেন্দ্রের পরিচালনায় পাঁচ দিনের এই প্রশিক্ষণ শিবিরে বক্রেশ্বর- গোহালিয়াড়া অঞ্চলের প্রত্যেক ক্লাবের দুজন করে সদস্য কে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বিভিন্ন বিদ্বজ্জন ও সাংবাদিকরাও এই কর্মকান্ডে যুক্ত হয়েছেন।নেহরু যুব কেন্দ্রের কর্মকর্তা দ্বিজেন্দ্রলাল চক্রবর্তী জানালেন, এলাকার উন্নয়নে ও সংস্কৃতি রক্ষায় ক্লাব গুলিকে আরো গঠনমূলক ভূমিকা নিতে উদ্বুদ্ধ করাই এই প্রশিক্ষন শিবিরের মূল উদ্দেশ্য। তিনি আরো জানান জেলা জুড়ে এই কর্মসূচি ধারাবাহিক ভাবে অন্যান্য এলাকাতেও করার পরিকল্পনা রয়েছে।

খবর :- নয়ন দাঁ।

Comments