Home » কবিতা ও ছড়া » ll পুনরায় ll

ll পুনরায় ll

-প্রশান্ত রায়

কোন অসময়ের অন্ধকারে,
নির্বোধের বেড়াজাল ছিঁড়ে,
হঠাৎ দেখা তোমার সাথে..
দূরন্ত ঝড়ের মাঝে..
শত শত কাটা হাত
ছুটে আসে…
তোমায় স্পর্শ করার লোভে..
বিদ্যুতের ঝলকানি আর
মর্মস্পর্শী বৃষ্টিতে-
স্নাত তোমার সবুজ আবরন..
বিধস্ত জীবন স্রোতে…
একরাশ দিশাহীন ইচ্ছে নিয়ে,
এখনও মন চায় তোমায় ছুঁতে
মন দিয়ে…

Comments