Home » জেলার খবর » ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত এক

৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত এক

মল্লারপুর থানার আম্বা মোড়ের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো হরিচরণ মাহাতো (৩০)নামে এক ব্যাক্তি।বাড়ি আম্বা মোড়ে।
রান্নার কাজ করতো সঞ্জয় সিংয়ের বাড়ীতে।
আজ দুপুরে রান্নার কাজ সেরে বাড়ি গিয়ে ফের সঞ্জয় সিংয়ের বাড়ি আসছিলেন সেই সময় সিউড়িগামী একটা বালির ট্রাক পিষে দিয়ে চলে যাই।ঘটনাস্থলে মৃত্যু হয় হরিচরণ নামে ব্যাক্তির।
প্রতীক্ষদর্শিরা জানান রাস্তা পাড় হচ্ছিল সেইসময় একটা বালি বোঝাই ট্রাক ধাক্কা মেরে চলে যায়।
ছবি ও তথ্যঃ ভিক্টর

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments