Home » জেলার খবর » তারাপীঠ থেকে ফেরার পথে দুর্ঘটনা

তারাপীঠ থেকে ফেরার পথে দুর্ঘটনা

তারাপীঠে কৌশিকি অমাবস্যার পুজো পুজো দিয়ে সকালে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন এক দল তীর্থযাত্রী। সোমবার সকালে তারাপীঠ মনসুবা মোড়ের কাছে একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে যাত্রীবাহি ওই ট্রেকারটির। ঘটনায় মৃত্যু হয় এক তীর্থযাত্রীর। পুলিশ জানিয়েছে মৃতের নাম হারাধন সাঁতরা। এদিন স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ট্রেকারে থাকা যাত্রীরা রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় ৬০ নম্বর জাতীয় সড়কে ওঠার মুখে ট্রাক্টরের সঙ্গে ট্রেকারের ধাক্কা লাগে। ট্রেকারটি রাস্তার ধারে উলটে যায়। দুর্ঘটনায় এক জন তীর্থযাত্রীর মৃত্যু হলেও জখম হয়েছেন ১১ জন। তাঁদের রামপুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জন মহিলা। আহত তীর্থযাত্রীদের কাছে জানা গেছে, বর্ধমানের করজ গ্রামের বাসিন্দারা তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে সকালে একটি ট্রেকারে চড়ে রামপুরহাট স্টেশনে যাচ্ছিলেন। সেই সময় দূর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থানেই মৃত্যু হয় হারাধনবাবুর। আহত অবস্থায় ১১ জনকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রামপুরহাট থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টরটি রামপুরহাট পৌরসভার বলে জানা গেছে। আবর্জনা বয়ে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এদিকে দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে প্রায় আধঘণ্টার মতো যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পৌঁছে গাড়ি দুটিকে রাস্তা থেকে সরালে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকেই আটক করেছে পুলিশ।।
ছবি ও তথ্যঃ মায়া সালুই
[uam_ad id=”3726″]

Comments