Home » জেলার খবর » সিউড়িতে বেপরোয়া বাইক চালকের দৌরাত্ম

সিউড়িতে বেপরোয়া বাইক চালকের দৌরাত্ম

জেলার সদর শহরে এখন বেপরোয়া বাইকের দৌরাত্ম। একদিকে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর প্রচার, অন্যদিকে রাস্তায় বিনা হেলমেট যাত্রীদের জরিমানা অথবা বিনা কাগজে যাত্রীদের সাজা ও জরিমানা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ধরা পড়লে কঠোর শাস্তি। এসব এত কিছু সত্ত্বেও বদলানো সম্ভব হচ্ছে না শহরের চেহারা। সুযোগ পেলেই মানুষ ছুটছে নিয়ম ভেঙ্গে। কোথাও ভেঙ্গে চলছে ট্রাফিক নিয়ম, কোথাও বা অত্যধিক গতি।

সিউড়ি শহর এমনিতেই জনবহুল। চাহিদার তুলনায় বেশ ছোটো ছোটো রাস্তা, নেই ফুটপাথও। তারপর গতির বাঁধন না থাকলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

সেরকমই পর পর দুই রাত্রিতে ঘটলো বেপরোয়া বাইক দৌরাত্মে দুর্ঘটনা।

প্রথম ঘটনা গত পরশু রাত্রির। ঘটনাটি ঘটে সিউড়ি আর.টি.স্কুল মোড়ে। বেপরোয়া বাইক চালকের ধাক্কা লাগে একটি স্কুটিতে। ঘটনার জেরে পা ভেঙ্গে যায় স্কুটিতে থাকা মহিলার। ভদ্র মহিলা মেয়ের স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন। স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন যখন ওই মহিলা তখন বেপরোয়া ভাবে বাইক চালিয়ে তাদের স্কুটিতে সামনে থেকে ধাক্কা মারে মদ্যপ অবস্থায় থাকা বাইক আরোহী বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে ছিটকে রাস্তায় পড়ে যান মেয়ে ও মা। এরপর ফাঁকা রাস্তায় ওই মহিলাকে উদ্ধার না করেই পালিয়ে যায় বাইক আরোহী।

দ্বিতীয় ঘটনা গতকাল রাত্রির সিউড়ি ইন্দিরাপল্লীতে। ফের বেপোরায়া বাইকের তান্ডব সিউড়ি শহরে। এবার দ্রুত গতির বাইকের ধাক্কায় আহত মা ও মেয়ে। বাচ্চাটির পায়ে ও মায়ের চোখের নীচে গুরুত্বর আঘাত লেগেছে।

জানা গিয়েছে, সিউড়ি ইন্দ্রিরাপল্লী এলাকায় ওই মা ও মেয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। মা প্রিতি চৌধুরী ও তার ছোট মেয়ে। সেই সময় পিছন থেকে এসে এক দ্রুত গতির বাইক তাদের ধাক্কা মারে। সেখানেও ধাক্কার পর বাইকটি পালিয়ে যায় ঘটনাস্থল থেকে।।এলাকাবাসীরা গুরুত্বর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করেন।

এগুলি এখন চোখের সামনে কেবলই ভেসে উঠছে পর পর দুটি দুর্ঘটনার কারণে। সারা শহর জুড়ে দাপিয়ে বেড়ায় বেশ কিছু বেপরোয়া ভাবে বাইক নিয়ে যাওয়া আরোহী। এই সকল বেপরোয়া বাইক চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।

Comments