Home » জেলার খবর » রামপুরহাটে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিপুল সাড়া

রামপুরহাটে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিপুল সাড়া

রামপুরহাট ব্যাডমিন্টন এসোসিয়েশন আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুরু আজ, চলবে আগামীকালও। প্রতিযোগিতায় বিপুল সাড়া পেয়েছেন আয়োজনকারীরা। রাজ্যের তো অবশ্যই, তাছাড়াও বিহার ও ঝাড়খন্ড মিলে মোট ৩২টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে। গত দুবছর আগে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা কেবলমাত্র রামপুরহাটকে নিয়েই, পরে জেলা ও রাজ্য ছাড়িয়ে এবছর ভিন রাজ্যের বহু প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতায় পুরস্কার হিসাবে থাকছে – প্রথম পুরস্কার ১০০০০ টাকা, দ্বিতীয় ৫০০০ ও তৃতীয় ৩০০০ টাকা। এছাড়াও থাকছে ট্রফি। এমন উদ্যোগে রামপুরহাট পৌরসভা, প্রশাসন।।
ভিডিও তথ্যঃ অক্ষয় ধীবর, রামপুরহাট।

 

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments