Home » জেলার খবর » রামপুরহাটে উদ্ধার প্রচুর বিস্ফোরক

রামপুরহাটে উদ্ধার প্রচুর বিস্ফোরক

রামপুরহাট, ২৭ জুন : গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণ বিস্ফোরক ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করল রামপুরহাট মহকুমা পুলিশ।গতকাল দুপুরে রামপুরহাট থানার শালবাদরা পাথর খাদান এলাকায় একটি মোটর বাইককে ধাওয়া করে অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে ২০০টি জিলেটিন স্টিক, ৩৫০টি ডিটোনেটর ও ৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট।
মহকুমা পুলিশ আধিকারিক ধৃতিমান সরকার বলেন, “ আমার কাছে বিস্ফোরক মজুত ও পাচারের খবর আসে। মোটর বাইককে করে তা পাচার করা হচ্ছিল। আমি একজন নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে মোটর বাইককে শালবাদরা চার মাথা মোড়ে পৌঁছে যাই। সেখানে আমরা সাদা পোশাকে ছিলাম। এরপর মোটর বাইক দেখতে পেয়ে আমরা ধাওয়া করি। কিছুটা গিয়ে পাচারকারী মোটর বাইক ছেড়ে পালিয়ে যায়। এরপর আমরা মোটর বাইক এবং বিস্ফোরক উদ্ধার করে নিয়ে আসি।” অভিযুক্তের খোঁজ চলছে। খুব তাড়াতাড়ি তাকে আমরা ধরে ফেলব।
[uam_ad id=”3726″]

Comments