Home » জেলার খবর » রাধাগোবিন্দের বনভোজন

রাধাগোবিন্দের বনভোজন

মহঃবাজার থানা এলাকার রায়পুরে রাধাগোবিন্দের আশ্রমে হাজার দশেক মানুষের খিচুড়ি ভোজনের সাথে সাথে অনুষ্ঠিত হল বনভোজন উৎসব। গত চার বছর ধরে অনুষ্ঠানের প্রচলন। ধুমধামের সহিত পালিত হওয়া এই অনুষ্ঠানে গ্রামবাসীদের উৎসাহ চোখে পড়ার মত। শুধু এলাকার গ্রামবাসীরাই নয় সাঁইথিয়া থেকেও বহু মানুষের আগমন লক্ষ্য করা যায়।
অনুষ্ঠান আয়োজকদের অন্যতম জয়দেব ব্যানার্জী বলেন ” চার বছর ধরে বনভোজন উৎসবের আয়োজন হয়ে আসছে। অনুষ্ঠান শুরু হয় মূল বনভোজনের আগের দিন সন্ধ্যা থেকেই। আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষ ছাড়াও সাঁইথিয়া থেকে আসুন অজস্র মানুষ। আগামী বছরগুলিতে অনুষ্ঠানের আরও শ্রীবৃদ্ধি হবে, এই অনুষ্ঠানের আকর্ষণ ছড়িয়ে পড়বে দিকে দিকে। এবছরই তাদের এই ছোট্ট আয়োজনেই প্রায় ১০০০০ মানুষ ভোগ গ্রহণ করেছেন।”
ভিডিও তথ্যঃ পাপাই বাগদি, মহঃবাজার।

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments