Home » কবিতা ও ছড়া » আমার প্রাণের রবি

আমার প্রাণের রবি

জন্মদিনে প্রনাম জানাই,
হে শ্রেষ্ঠ কবি,
তুমি আমাদের একান্ত আপন,
জোড়াসাঁকোর রবি।

তোমার লেখা কবিতা পড়ে
স্কুল জীবন শুরু,
কর্মজীবন যদিও এখন
আছো তবুও তুমি গুরু।

তোমার লেখা কবিতা পড়ে,
শুরু আমার দু লাইন লেখা
হৃদয় জুড়ে তোমাকে রেখে,
এই পৃথিবীকে দেখা।

তোমার ভাষা,তোমার কথা
আছে সারা জীবন জুড়ে
এক জনমে, এতো ভাবনা
আসে মাথায় কী করে?

তোমার চোখেই নারীকে দেখা,
ভালোবাসা প্রকৃতিকে
যেদিকে তাকাই ছড়িয়ে আছো
পবনের মতো, তুমিই চতুর্দিকে।

চলার পথের প্রতিটি বাঁকে,
পায় তোমার জীবন দর্শনের উপস্থিতি
তুমিই শিখিয়েছো ভালোবাসো আপন করে,
নিজেকে বিলিয়ে দিয়ে নেই কোনো ক্ষতি।

গগনের রবি যেভাবে জোগায়,
শক্তি সকল প্রকার প্রাণের
তোমার সৃষ্টি সুযোগ করে দেয়,
চেতনা, শুভবুদ্ধি আহরণের।

আজও তুমি প্রেরণা জোগাও,
আপন রচনা দিয়া
অস্থির চিত্ত জুড়িয়া দাও
প্রেম শক্তিতে ভরপুর হয় হিয়া।

জন্মদিনে হে দেবতা ,তোমার প্রতি
আমার এই ছোট্ট শব্দের পুষ্পাঞ্জলি
অমর হয়ে থাকবে তুমি হৃদয়ে সবার,
এ কথা নত মস্তকে ,সানন্দে বলি।
বিষ্ণু মণ্ডল

Comments