Home » জেলার খবর » যানজট সমস্যা পিছু ছাড়ে না দুবরাজপুরের

যানজট সমস্যা পিছু ছাড়ে না দুবরাজপুরের

বীরভূমের দুবরাজপুর শহরে যানজট এখন যেন নিত্যদিনের ঘটনা। সে দুবরাজপুর হতে সিউড়ি যাবার রাস্তায় হোক কিম্বা দুবরাজপুর হতে বক্রেশ্বর যাবার রাস্তা অথবা হেতমপুর যাবার রাস্তা ,অফিস টাইমে এই ব্যস্ততম রাস্তায় প্রায় প্রতিদিনই আঁটকে থাকছে যাত্রীবাহী বাস থেকে শুরু করে মারুতি ভ্যান ,অটো এমনকি স্কুলবাস থেকে মূর্মূষ রোগীর এম্বুল্যান্স পর্যন্ত। প্রায় প্রতিদিনই সারাদিনে এরকম একাধিকবার ঘণ্টার পর ঘন্টা এই পরিস্থিতিতে নাকাল শহরবাসীও। পরিস্থিতি এমনই যে বাইকের মতো দু’চাকা নিয়ে হাতে ঘন্টা খানেক সময় নিয়ে বের হলে তবেই হয়তো আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন। আর চারচাকা অথবা বাসের যাত্রীদের অবস্থা আরও করুণ। পাথর বোঝাই লরি ,ডাম্পারের মতো বড় বড় গাড়ি কোনো বাধা ছাড়ায় ঢুকে পড়ছে শহরের এদিক ওদিক। ফলে একদিকে আশেপাশের গ্রাম ও প্রত্যন্ত এলাকা থেকে চিকিৎসা করাতে এসে রোগীরা যেমন সময় মতো ডাক্তারের চেম্বারে পৌঁছাতে না পেরে ঘুরে যাচ্ছেন ঠিক তেমনই অন্যদিকে যাত্রীবাহী বাসগুলিও জ্যামে দীর্ঘক্ষণ আঁটকে থাকার পর সময়ে পৌঁছানোর জন্য রেষারেষিতে জড়িয়ে পড়ছে। আর তখনই ঘটছে একাধিক দূর্ঘটনা। শুধু তাই নয়,শহরে অবস্থিত বিভিন্ন সরকারি অফিসে কর্মীরা জ্যামে আটকে সময়ে পৌঁছতে না পারায় অফিসের কাজকর্ম কার্যতঃ শিকেয় উঠছে। এছাড়াও কোনো কোনো সময় বড় ওভারলোড গাড়ির চালকরা সাইড কাটাতে গিয়ে শহরের প্রধান রাস্তার ধারে থাকা দোকানের চালা, সাইনবোর্ড ভেঙ্গে ফেলায় দোকানের মালিকের সাথে বচসাতে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। শহরবাসী এই দিনের পর দিন ঘটে চলা যানজট থেকে যে কোনোভাবেই মুক্তি পেতে চাইছে। অবশ্য দুবরাজপুর থানার পক্ষ থেকে এই অসুবিধা দূর করার জন্য প্রচুর পরিমাণ ব্যারিকেড ও পর্যাপ্ত সিভিক পুলিশ রাস্তায় মোতায়েন করা হয়েছে কিন্তু তাতেও এই সম্যসা কোনভাবেই দুর হচ্ছে না। এই দীর্ঘদিন ধরে চলা যানজটের ফলে ব্যবসার অন্যতম প্রাণ কেন্দ্র দুবরাজপুর শহর যে থমকে রয়েছে তা নিঃসন্দেহে বলায় যায়। এই যানজট সমস্যার সমাধান না করলে প্রখর গ্রীষ্মে মানুষের কষ্ট যে আরও বহুগুণ বৃদ্ধি পাবে তা সহজেই অনুমেয়।

Comments