Home » কবিতা ও ছড়া » রবি প্রনাম

রবি প্রনাম

——কাবু মণ্ডল
rabi thakur

কীভাবে জানাই শ্রদ্ধাঞ্জলি, জানি না তার ভাষা,
আমার সারা জীবন জুড়ে, তোমার যাওয়া আসা।

তুমি সত্যিই প্রভাত “রবি” ,দূর করো গহন মনের অন্ধকার।
তোমার কবিতা ,তোমার গল্প শেখায়,
ভালোবাসার অধিকার।

স্নায়ু প্রবাহ যেমন সারা শরীর জুড়ে, জাগায় স্পন্দনের অনুভূতি,
তোমার দর্শন, তোমার অভিজ্ঞতা,
সৃস্টি করে বিশ্ব মানবতাবোধ, প্রেমপ্রীতি।

সৃষ্টি তোমার অতুল্য সবকিছুই,
দেয় জ্ঞানের পরিপূর্ণতা,
তোমার কর্ম ,তোমার জীবন,
শেখায় প্রবাহমানতা,
প্রকৃতির সাহচর্যের কথা।

কলম তোমার ছিল সদাই সাবলীল,
চির মুক্তির আগে,
তোমার অস্তিত্ব প্রতি মুহূর্তে অনুভূত হয়, রাগে -অনুরাগে।

লেখনীর বৈচিত্র্যতায় ,মুগ্ধ করো তুমি,
সাহিত্যের আকাশের “ধ্রুবতারা ” তুমি,
তোমায় পেয়ে ধন্য হয়েছিল ভারতভূমি।

একজীবনে তোমার লেখা, পারবো না পাঠ করে শেষ,
ঐশ্বরিক তোমার লেখনী ক্ষমতা,
গণপতি মানব বেশ।

গগনে রবির আভায় বাঁচে, ধরণীর সকল প্রাণ,
সাহিত্যের সুধা আস্বাদনে সদাই বন্দিত
তোমার অবদান।

মন মন্দিরে তুমি অধিষ্ঠিত দেবতা সমান,
প্রয়াণ দিবসে লহ শ্রদ্ধাঞ্জলি,হে কবি মহান।

Comments