Home » কবিতা ও ছড়া » রথযাত্রা

রথযাত্রা

রথযাত্রা

———কাবু মন্ডল।

মাঝে সুভদ্রা ,একপাশে জগন্নাথ

অন্য পাশে  বলরাম,

রথে চেপে তারা যাবে মহানন্দে মাসীর ধাম।

 

নানা আয়োজন, ধূপ ,শাঁখে বরণ,

পুষ্প শোভিত রথ

লোকে লোকারণ্য ,জন সমুদ্রে আজ পরিণত রাজপথ।

 

রথযাত্রা পূণ্যযাত্রা ভক্তরা টানে রথের দড়ি,

ভিড়ে অসহায়, ভক্তকূল সবাই মনে হয় এই যেন পড়ি।

 

চন্দন চর্চিত দারুমালা আজ, নব বসন পরিহিত,

স্বর্ণ ঝাটায় মহারাজ আজ পরিষ্কার করে মনের ও পথের নোংরা যত।

 

কপিদ্বজ আজ নিশান দেখায় পবন দেবের সাথে ,

জনগন আজ  রথযাত্রায় মাতে ,

ফল, মূল পূজার ডালি নিয়ে হাতে।

 

জীবন রথ গড়িয়ে চলুক, সুখ দুখের দড়ি টেনে,

জয় জগন্নাথ, তোমার কৃপাদৃষ্টি পড়ুক, সবার জীবনে।

06/07/2016

সকলকেই জানাই” রথযাত্রার” শুভেচ্ছা

Comments