Home » জেলার ইতিহাস » রাইপুর গ্রামের ওয়াচ টাওয়ার

রাইপুর গ্রামের ওয়াচ টাওয়ার

সিউড়ি থানার অন্তর্গত রাইপুর গ্রামে চন্দ্রভাগা নদীর তীরে রয়েছে প্রাচীন এই টাওয়ার। জনশ্রুতি আছে যে এই গ্রাম ছিল প্রাচীনকালে বেশ সমৃদ্ধ। বর্গী হাঙ্গামার সময় এই গ্রাম বেশ কয়েকবার আক্রমণের শিকার হয়েছিল। গ্রামের মানুষ তখন অন্যত্র চলে যান আক্রমণের হাত থেকে বাঁচতে। পরে আবার ফেরত আসেন এবং সম্ভবত তারপরেই নদীর ধারে এই ওয়াচ টাওয়ারটির নির্মাণ করেন।
আবার আরও একটি জনশ্রুতি আছে , একটা সময় ছিল যখন এই গ্রামে কলেরা মহামারির আকার ধারণ করেছিল, তখন গ্রাম ছেড়ে মানুষজন চলে যান। পরে রোগের সংক্রামনতা কমলে গ্রামে আবার ফিরে আসেন মানুষজন। তখনই নাকি নির্মিত হয় এই ওয়াচ টাওয়ার।
তবে প্রথম মতটিই অধিকতর গ্রহণযোগ্য বলে মনে হয়।
মানুষের প্রত্ন দ্রব্যের প্রতি অবহেলার কারণে ওয়াচ টাওয়ারটি আজ ধংসের মুখে। এই ছবিটি শ্রী সুকুমার সিংহ তুলেছেন মাত্র কয়েক বছর আগে ২০০৬ সালে।
পুরো তথ্য এবং ছবি সংগৃহিত।।
[uam_ad id=”3726″]

Comments