Home » জেলার খবর » এইচ আই ভি নিয়ে সচেতনতা বাড়াতে রামপুরহাট কলেজের তরফ থেকে অভিনব প্রয়াস

এইচ আই ভি নিয়ে সচেতনতা বাড়াতে রামপুরহাট কলেজের তরফ থেকে অভিনব প্রয়াস

রামপুরহাট : এইচ আই ভি নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজ রামপুরহাট কলেজের ছাত্র ছাত্রীরা এবং অধ্যাপক ও অধ্যাপিকাদের মাধ্যমে শহর জুড়ে অনুষ্ঠিত হল এক রেড রিবন সমাবেশ। সমাবেশটি মূলত কলেজের এন এস এস বিভাগের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এইডস – এর মত মারাত্বক রোগের সংক্রমনের কারণ এবং তা থেকে কিভাবে দূরে থাকা সম্ভব , এই নিয়েই একটি সচেতন বার্তা তারা আজ সমাবেশের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্ঠা চালান। শুধু এইচ আই ভি নিয়েই নয়, মানুষকে অন্যান্য নেশা থেকে দূরে থাকার ও বার্তা এই সমাবেশের মাধ্যমে সকলের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা চালান।
এমন এক সুন্দর এবং সুষ্ঠু সমাজ গঠনের ক্ষেত্রে কলেজের এমন প্রয়াসকে বীরভূম – লাল মাটির দেশের তরফ থেকে সাধুবাদ জানাই।

 

Comments