Home » অন্যান্য » রুদ্রকালি

রুদ্রকালি

রুদ্রকালী এই নাম এসেছে

image

গ্রামের নাম রুদ্রনগর থেকে। এই মন্দির কয়েক শতাব্দী আগে প্রতিষ্ঠা করেছিলেন ইশ্বর কৃষ্ণগোপাল চক্রবর্ত্তী। আজ তাঁরই বংশধরেরা এই দেবীর নিত্য সেবা করে আসছে বংশ পরম্পরায়। এই দেবীর নিত্য পুজো ব্যাতিত বছরে একবার আষাঢ় মাসে ও একবার পৌষ মাসে বড় করে পুজো হয়। আর এই পৌষ মাসের পুজোয় পুরোগ্রামের লোকজনকে প্রসাদ খাওয়ানো হয়।
ছবি ও তথ্য :- Anindya Mukherjee.

Comments