Home » জেলার ইতিহাস » রুপুষপুর

রুপুষপুর

বীরভূমের খয়রাশোল ব্লকের একটি গ্রাম রুপুষপুর,chinmai1.jpeg সাহিত্য প্রেমিরা হয়ত এই নামটির সঙ্গে পরিচিত । কিন্তু এই গ্রামে কোন এক সময় এক জমিদার ছিলেন, নাম বঙ্কিম চ্যাটার্জি. বর্তমানে এটি ‘বঙ্কু বাবুর বাড়ি’ নামে খ্যাত । সেই জমিদার নেই, জমিদারিত্ব ও নেই! শুধু বাড়িটি দাঁড়িয়ে আছে এক বুক স্মৃতি নিয়ে!

chinmay-2.jpeg
ছবি ও তথ্য :- চিন্ময় পাল

Comments