Home » জেলার খবর » অকৃষিজাত শিল্প কেন্দ্র উদ্ধোধন হল বীরভূমে

অকৃষিজাত শিল্প কেন্দ্র উদ্ধোধন হল বীরভূমে

গতকাল পশ্চিমবঙ্গের প্রথম অকৃষিজাত শিল্প উৎপাদক কোম্পানি “সুতীর্থ গ্লোবাল প্রডিউসার কোম্পানি লিমিটেড” এর উদ্বোধন হল বোলপুর-শ্রীনিকেতন ব্লকের সুরুল গ্রামে। অকৃষিজাত শিল্পের ক্ষেত্রে এ রাজ‍্যে এমন কোম্পানির উদ‍্যোগ এখানেই প্রথম। নাবার্ড-এর আর্থিক সহযোগিতায় সুরুল সুপ্রীতি সোসাইটি এনজিও সংস্থা এই কোম্পানির বিকাশের ক্ষেত্র তত্ত্বাবধান করছে। আজ সুরুল গ্রামে জাতীয় সড়ক ২বি এর পাশে কোম্পানির অফিস উদ্বোধন হল। উদ্বোধন করলেন নাবার্ডের বীরভূম জেলার ডিডিএম শ্রী সুমর্ত‍্য ঘোষ এবং বেলুড় বিশ্ববিদ‍্যালয়ের শিক্ষাবিভাগের অধ‍্যাপক ডঃ তারকনাথ পান। ডিডিএম-এর হাতে কোম্পানির ব‍্যবসার সূচনাও হয় আজ‌ই। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইডিবিআই ব‍্যাঙ্কের শ্রীনিকেতন শাখার প্রতিনিধি ও বীরভূম জেলার এনজিও কর্মকর্তারা।
ছবি ও তথ্য প্রহ্লাদ সাহা

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments