Home » জেলার খবর » সারাদিনে জেলার মূল খবরাখবর

সারাদিনে জেলার মূল খবরাখবর

দেখে নিন আজকের জেলার সেরা সংবাদগুলি

১- আজ সকাল সাড়ে ৯ টায় ৬০ নম্বর জাতীয় সড়কে সদাইপুর থানার নিকট ঘটে গেল এক দুর্ঘটনা । দুর্ঘটনায় ১জন নিহত এবং আহতের সংখ্যা ২ । নিহতের নাম – রিক্তা দাস। চিনপাই গ্রামের বাসিন্দা । তিনি স্কুটি চালিয়ে যাচ্ছিলেন।

td2
২-শিকেয় নির্মল বাংলা, শৌচাগারে ঝুলছে তালা। ঘটনাটি ময়ূরেশ্বরের।
ছবি ও খবর সংগৃহিত।

td1
৩ – কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল হাইস্কুলে LICI এর তত্বাবধানে শপথ নেওয়া হল প্লাস্টিক মুক্ত বিদ্যালয় গঠনের।

td3

td4
৪- বোলপুরের ১০ নং ওয়ার্ডের এক প্রাক্তন পুলিশ কর্মীর বাড়ি থেকে চুরি গেল প্রায় ৪ লক্ষ টাকার সামগ্রী।
৫- কিছু দিন আগে ইলামবাজারে ঘটে যাওয়া পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আজ জেলাশাসক মহাশয় ৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন।
৬- মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ১১২ তম প্রয়াণ দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করল বিশ্বভারতী। আশ্রমের রীতি মেনে সকালে ব্রহ্ম উপাসনা এবং বিকেলে ছাতিমতলায় মহর্ষি কে স্মরণ করল শান্তিনিকেতন।

ছবি :- আবির ইসলাম

td9

৭- সিউড়ি থানার পুলিশ ১১ জনকে পাথচাপুরী থেকে আটক করলো ব্রাউন সুগার সহ।

৮- বীরভূমের মুরারইতে দুর্ঘটনায় মৃত এক।

বি:দ্র:- সমস্ত রকম খবর সূত্র নিউজ পেপার ও নিউজ চ্যানেল

Comments