Home » কবিতা ও ছড়া » স্মরণে উত্তম কুমার

স্মরণে উত্তম কুমার

****অতি উত্তম***

কাবু মণ্ডল
24/07/2016

“দৃষ্টিদান” করে তুমি দিলে নতুন দৃষ্টি,
বাংলা সিনেমায় তোমার অভিনয়,
করলো নতুন যুগের সৃষ্টি।

“মায়াডোরে” আজও বাঁধা খুলবে না সে বাঁধন,
“বসু পরিবার” ,”বিপাশা”,”সাগরিকা” তে তোমার অভিনয় জয় করে সকলের মন।

“সাড়ে চুয়াত্তর” চুয়াত্তর বার দেখেও ,
মেটে না দেখার আশ,
উত্তম সুচিত্রার অমর জুটি ,
আজও করে সবার হৃদয়ে বাস।

“হারানো সুর” আজও খুঁজি স্মৃতির অ্যালবামে ,
“পথে হলো দেরি” তোমার আলোচনায়,
তোমার সুনামে।
“সপ্তপদী ” সদাই ভাসমান জীবন সাগরের স্রোতে
“চাওয়া পাওয়া” য় থাকি আমরা জন্ম থেকেই মেতে।

“জীবন তৃষ্ণা” মিটবে নাকো বর্তমানের ঘোলা জলে,
“অমানুষ” হয়ে “চিড়িয়াখানা”য় বাস করছি সকলে।

“নায়ক” হয়ে প্রকৃতই থাকবে চিরদিন,
প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাই ,করে দুই আঁখি মলিন।

Comments