Home » জেলার খবর » অসাবধানতা বশতঃ চলে গেল একটি প্রাণ

অসাবধানতা বশতঃ চলে গেল একটি প্রাণ

সিউড়ি : গত ০৪/০৪/১৭ সকালে ঝোপ থেকে ক্রিকেট বল কুড়ানোর সময় ছেলেটিকে সাপে কামড়ায় ।ও ভেবে ছিল কাঁটা ফুটেছে ।বাড়ি ফিরে স্কুলে যায় ।স্কুল থেকে বাড়ি ফেরার পর বিষক্রিয়ায় লক্ষণ প্রবল ভাবে দেখা দেয় ।হাসপাতালে নিয়ে যাওয়ার পর ও মারা যায় ।সিউড়ির কামালপুরের ঘটনা ।
ব্যাপারটা গুরুত্ব না পাওয়ার জন্য এই দুর্ঘটনা ঘটল ।সঙ্গে সঙ্গে হাসপাতালে গেলে এমনটা ঘটত না ।আমারা সবাই একটু সচেতন হই – সাপ চেনা যায়নি, সাপের কামড় না অন্য প্রাণীর কামড় না কাঁটার খোঁচা বোঝা যায়নি ।সাপ দেখা যায়নি, ক্ষতস্থানে ১টি,২টি বা অনেক গুলি দাঁতের চিহ্ন ।বা দাঁতের চিহ্ন নেই – – – – – এসব ক্ষেত্রে কোনো পরীক্ষা নিরীক্ষা না করে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যান ।সেখানে রোগী অনেক নিরাপদে থাকবেন ।
তথ্যঃ – দীনবন্ধু বিশ্বাস
দেবশ্রী মজুমদার থেকে সংগৃহীত।

আমাদের পাঠিয়েছেন – সুদীপ্ত গড়াই

Comments