Home » জেলার খবর » বীরভূমের সিউড়িতে সুফল বাংলার বিপনন কেন্দ্রের উদ্ভোধন

বীরভূমের সিউড়িতে সুফল বাংলার বিপনন কেন্দ্রের উদ্ভোধন

বীরভূমের সিউড়িতে সুফল বাংলার বিপনন কেন্দ্রের উদ্ভোধন করলেন মন্ত্রী তপন দাশগুপ্তা। সোমবার সিউড়ির লাল কুঠি পাড়া সরকারী আবাসন এলাকায় এই বিপনন কেন্দ্রের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মন্ডল, বিধায়ক ডঃ অশোক চট্টোপাধ্যায়, নীলাবতি সাহা, জেলা শাসক পি মোহন গান্ধী সহ বিশিষ্ট জনেরা।
কৃষি বিপণন দফতরের সুফল বাংলা স্টলের এদিন আনুষ্ঠানিক ভাবে শুরু হল। এক কেন্দ্র থেকে ন্যাহ্য মুল্যে শাক সব্জি, বাংলার বিভিন্ন বিখ্যাত চাল, ডাল, সরিসার তেল, কোয়েল পাখির মাংস ও ডিম। মুরগীর মাংস ও ডিম, হাঁসের মাংস ও ডিম, ভেড়ার মাংস,দুগ্ধ জাত বিভিন্ন ধরনের পন্য,ফল পাওয়া যাচ্ছে। চাষিদের কাছ থেকে সরাসরি কিনে সেগুলি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে চাষিরা যেমন ন্যাহ্য মুল্য পাচ্ছেন সেই রকম সঠিক দামে ক্রেতারাও পাচ্ছেন। সুফল বাংলার স্টল নিয়ে সিউড়ির বাসিন্দাদের আগ্রহ ছিল চোখে পরার মতো।স্টোরের উদ্ভোধন হওয়ার পরেই ক্রেতাদের লাইন লেগে যায় এদিন। এক ক্রেতা অরিন্দম পাল বলেন, সঠিক মুল্যে এখান থেকে খাদ্য দ্রব্য পাওয়া যাচ্ছে, পাশাপাশি বাংলার বিভিন্ন দুস্প্রাপ্য চাল, পাখির মাংস ডিম পাওয়া যাচ্ছে। যা ভোজন রসিক মানুষেরা খেতে পারবেন। মন্ত্রী তপন দাশগুপ্তা বলেন, কৃষক ও ক্রেতাদের কথা ভেবে এই প্রকল্প চালু হয়েছে। সিউড়ির এটি ৪৫ তম বিপনন কেন্দ্র, এই জেলার রামপুরহাট, নলহাটি, তারাপীঠ, কঙ্কালী তলা, সাঁইথিয়া, দুবরাজপুরে সুফল বাংলা স্টল করা হবে আগামি দিনে।
ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments