Home » জেলার খবর » সরকারি বাসের টিকিট জাল করে বিক্রি

সরকারি বাসের টিকিট জাল করে বিক্রি

সরকারী বাস থেকে নকল টিকিট ছাপিয়ে টাকা আদায়ের সময় হাতে নাতে ধরা পড়লো এক যুবক। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমে সিউড়ির
সরকারী বাসস্ট্যান্ডে। ঘটনায় সিউড়ি থানার পুলিশ অভিযুক্তকে আটক করেছে। এদিন সকালে  দুর্গাপুর থেকে বহরমপুরগামী  দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার
বাস থেকে এক  যুবককে বাসের টিকিট বিক্রির অভিযোগে হাতেনাতে ধরে ফেলে। বাসটি দুর্গাপুর থাকা সিউড়ি স্ট্যান্ডে ঢোকার পর  এক যুবক ওই বাসে টিকিট
হাতে উঠে পরে টাকা সংগ্রহ করতে শুরু করতে করে। কয়েক জন যাত্রীর কাছ থেকে টিকিট কাটার পর টিকিট দেখে সন্দেহ হয়। তখন দুই এক জন বাসযাত্রী কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তারা বাসে উঠে হাতে নাতে যুবককে ধরে ফেলে জাল
টিকিট সহ। সিউড়ি থানার পুলিশ এসে তাকে নিয়ে যায়। কিছু দিন ধরে সরকারী
বাসে এই ভাবে টিকিট কাটার অভিযোগ উঠছিল।  আসানসোলগামী বাস থেকে টিকিট কাটার ঘটনা ঘটেছিল। তারপর থেকে সতর্ক ছিল কর্তৃপক্ষ। সিউড়ি
ডিপোর দক্ষিণবঙ্গ পরই বহন সংস্থার আধিকারিক মলয় রায় চৌধুরী জানান, এদিন
বাসে জাল টিকিট দিয়ে টাকা তোলার অভিযোগে হাতে নাতে একজনকে ধরে হয়েছে ও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
তথ্যঃ কৌশিক সালুই
ভিডিও মির সুরজ উদ্দিন

Comments