Home » জেলার খবর » বসন্তের ছোঁয়ায় সাঁইথিয়া – বসন্ত উৎসব ২০১৮

বসন্তের ছোঁয়ায় সাঁইথিয়া – বসন্ত উৎসব ২০১৮

প্রতি বছরের মত এ বারও শান্তিনিকেতন এর ধাঁচে পালিত হলো সাঁইথিয়া বসন্ত উৎসব ২০১৮। সাঁইথিয়া কল্পনা স্মৃতি নৃত্যায়নের আয়োজনায় প্রায় ১৫০ জন মত কলাকুশলী নৃত্য সহযোগে সাঁইথিয়া শহর পরিক্রমা করলো। শোভাযাত্রার শুভ সূচনা হয় সাঁইথিয়ার ১০ নং ওয়ার্ডের রথতলা পাড়া থেকে এবং শেষ হয় ৫১ পিঠের অন্যতম পীঠস্থান নন্দেকেশ্বরী তলায়। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় কেউ ডান্ডি হাতে ডান্ডিয়া নৃত্য, কেউ মন্দিরা আবার কেউ আবির হাতে “ওরে গৃহবাসী” গানের সাথে তাল মেলালো। শোভাযাত্রায় ছোটদের অংশগ্রহন আলাদা মাত্রা এনে দিয়েছিল পুরো অনুষ্ঠানের। গুটিগুটি পায়ে লাল পারে মোড়া সাদা শাড়ি, মাথায় সাদা ফুল, কেউবা বা সাদা পাঞ্জাবিতে মুখরিত করেছিল। শোভাযাত্রার পর নন্দেকেশ্বরী তলা প্রাঙ্গণ নাচে, গানে কবিতায় ভরে তুললো সমস্ত কলাকুশলীরা। সব শেষে “খেলবো হোলি” গানে নাচের ঢল, বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই নাচের ভঙ্গিমায় দেখা যায়। দর্শকের উচ্ছাস ছিলো চোখে পরার মত।
সংস্থার দুই কর্ণধার রেশমী ও প্রীতম জানান, “প্রতি বারের মত ও এইবারও আমরা এই দোল উৎসবটিকে সুন্দর ভাবে পালন করলাম সাঁইথিয়া মানুষের সহযোগিতায়। সংস্কৃতি বিকাশ আমাদের মূল লক্ষ্য। আগামী দিনে আরো বড়ো করে সাঁইথিয়া শহরে বসন্ত পালন করবো। ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসন ও সাঁইথিয়া পৌরসভাকে।।”

অন্যদিকে সাঁইথিয়াবাসীদের মধ্যেও বছর বছর এমন একটা অনুষ্ঠান উপহার পেয়ে, তাঁরাও মুখিয়ে থাকেন পরের বছরের জন্য।

ছবি ও তথ্য – অতনু মুখার্জ্জি

Comments