Home » কবিতা ও ছড়া » ll সেদিন বৃষ্টি হয়েছিল ll

ll সেদিন বৃষ্টি হয়েছিল ll

– প্রশান্ত রায়

সেদিন বৃষ্টি হয়েছিল-
এক অনামীর স্রোতে
ভেসেছিল মন..
বসন্তের সকল আনন্দ ঝরেছিল ,
প্রতিটি বিন্দুর মোড়কে সাজিয়ে..
যেন অবিরাম লুকোচুরি খেলা,
নিজের সাথে নিজেরই –
ঝরা পাতার প্রতিটি শব্দ
মনের আড়ালে বেজেছিল বার বার ..
সতেজ প্রকৃতি -স্নিগ্ধ সোনালী রৌদ্রে..
রংধনুর প্রতিটি রঙ-
এক আবীরতার স্পন্দন সৃষ্টি করেছিল..
দখিনের হাওয়ার কলরব জাগিয়েছিল
নিঃশব্দ নিশ্বাসে বৃষ্টি ভেজা আগমন-
-তার আগমন…

Comments