Home » জেলার ইতিহাস » অবশেষে পালিত হল স্মরণ সভা

অবশেষে পালিত হল স্মরণ সভা

২১ শে মার্চ ১৯০১ , তারিখে জন্মগ্রহন করেছিলেন বীরভূমের তথা সমগ্র রাজ্যের অন্যতম সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়। বাংলা সাহিত্যে বিভিন্ন রকম লেখনীর জন্য তিনি সকলের কাছে স্মরণীয়। উনার নামে বীরভূমের খয়রাশোলে বর্তমান একটি মহাবিদ্যালয় – শৈলজানন্দ – ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে , যার নামে কলেজ, যার প্রতিকৃতি কলেজে দাঁড়িয়ে আছে বহুবছর ধরে, সেই কলেজেই কিনা কোনো বছর এই বিখ্যাত সাহিত্যিকের জন্মদিন বা বিদায় দিবস কোনো ক্ষেত্রেই এতটুকু মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা টুকু করা হত না।
আমাদের এই বীরভূম – লাল মাটির দেশ’ এর ফেসবুক পেজে আমরা যতটা সম্ভব পারি বীরভূমের তথা অন্যান্য বিখ্যাত মানুষগুলির জন্ম ও বিদায় দিবস তুলে ধরার চেষ্টা করি। সেই মত সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়েরও জন্মদিনের শ্রদ্ধার্ঘ বিষয়ে একটি পোস্ট পেজে দেওয়া হয়েছিল। সেই পোস্ট দেখে অজ্ঞাত এক যুবক আমাদের সাথে যোগাযোগ করেন এবং বলেন যে, কলেজে তিনি যতদিন ছিলেন এই বিষয় সম্বন্ধে কারোর কোনো কৌতুহলতা দেখেন নি। তার মন দুঃখে ভরাক্রান্ত হয়ে পড়ে। তারপর বিভিন্ন স্থানে কথা বার্তার মাধ্যমে কলেজে অনুষ্ঠিত হল স্মরণ অনুষ্ঠান। এই প্রথম ১১৭ তম জন্মদিবস পালিত হল উক্ত কলেজে।
সকলের চেষ্টায় কলেজে সাড়ম্বরে পালিত হওয়া এই স্মরণসভা যেন প্রতি বছর সমান ভাবেই পালিত হয় সেই বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে নজর রাখার আবেদনও করা হয় , আমরাও আমাদের তথা সমগ্র বীরভুমবাসীদের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে বিনীত নিবেদন আগামী বছর গুলিতেও ঠিক একই ভাবে স্মরণ সভার আয়োজন যেন করা হয় সেদিকে নজর রাখবেন, যাতে সকলের মধ্যেই এই মহান মানুষগুলির কথা পৌঁছাতে কোনো বাঁধা না আসে।

Comments