Home » জেলার ইতিহাস » স্মরণে শৈলজানন্দ মুখোপাধ্যায়

স্মরণে শৈলজানন্দ মুখোপাধ্যায়

শৈলজানন্দ মুখোপাধ্যায় :- ১৯০১ খ্রিস্টাব্দে বীরভূমের রূপসীপুর গ্রামে জন্মগ্রহন করেছিলেন । পিতা ছিলেন ধরণীধর মুখোপাধ্যায়। প্রথম জীবনে শর্টহ্যান্ড শিখে কয়লা কুঠিতে কাজ নেন। পরে সাহিত্যসেবায় নিযুক্ত হন। কল্লোল, কালিকলম যুগের অন্যতম স্রষ্টা তিনি । উপন্যাস ও গ্ল্পসহ প্রায় ১৫০ খানি গ্রন্থের রচয়িতা তিনি। শ্রেষ্ট গ্রন্থ – কয়লা কুঠির দেশে। এছাড়া চিত্রপরিচালনায় তিনি সৃষ্টি করেছেন – নন্দিনী, শহর থেকে দূরে, মানে না মানা, বন্দী, অভিনয় নয় এবং রং বেরং। ১৯৭৬ খ্রিস্টাব্দে আজকের দিনে তিনি ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন।।

Comments