Home » কবিতা ও ছড়া » ***শিশুশ্রম***

***শিশুশ্রম***

***শিশুশ্রম***

 

বাপ মা’রা পারে না দিতে,

সন্তানের মুখে পেট ভরা হাঁসি,

তাই বলে কী শিশুশ্রম দিয়ে,

চড়াব  তাদের ফাঁসি।

 

আমার, আপনার  সাধের  সন্তান,

পড়বে ইংরেজি স্কুলে,

তারা তখন ইঁট তুলবে, পাথর ভাঙবে,

বই ,খাতা, স্লেট ভুলে।

 

ঘুষ, ধর্ষণ, আর রাজনীতিতে,

প্রতিবাদী এই ভন্ড সমাজ,

শিশুকে দিয়ে  পালিশ জুতো পরতে,

হয় না তাদের এতটুকু লাজ।

 

 

শত,শত ছোটু,সুন্দরীরা ছড়িয়ে পড়েছে, গ্যারেজ, চায়ের দোকান, আর বাড়িতে,

বিবেকের দংশনে বিদ্ধ হয়না আমরা,

তিলে তিলে তাদের মারিতে।

 

পারি না আমরা  দিতে  কী তাদের,

হারিয়ে যাওয়া স্বপ্নের শৈশব?

তারাও পাক, দু বেলা ভাত, শিক্ষা,

এই হোক জনরব।

 

কাবু মণ্ডল

12/06/2016

 

আসুন আমরা সকলেই যথাযথ প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলি শিশুশ্রমের বিরুদ্ধে

Comments