Home » জেলার খবর » পাথর শিল্পাঞ্চলে জট কাটাতে গঠিত হল কমিটি

পাথর শিল্পাঞ্চলে জট কাটাতে গঠিত হল কমিটি

৭ ই জুুুন : মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পাথর শিল্পাঞ্চলের সমস্যা সমাধানের জন্য রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের দুই শীর্ষ আধিকারিক এবং জেলা প্রশাসনের বৈঠকে গঠিত হল নতুন কমিটি। এই কমিটি সমস্ত দিক খতিয়ে দেখে আগামী দিনে রিপোর্ট পাঠাবে রাজ্য সরকারের কাছে। মহঃবাজার, রামপুরহাট সহ জেলায় মোট ২১৭ টি পাথর খাদান রয়েছে, যার মধ্যে ২০৭ টিকে বন্ধ করার নির্দেশও রয়েছে। বৈঠকে বন্ধ খাদানের ফলে উদ্ভুত সমস্যা তুলে ধরা হয় মালিক পক্ষের তরফে।পাথর খাদান বন্ধ হয়ে যাওয়ার ফলে জেলার অর্থনীতিতে কী প্রভাব পড়েছে তা জানান খাদান মালিকরা। একইভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদান বন্ধের জেরে রাজস্ব ক্ষতির বিষয়টি তুলে ধরা হয়।বৈঠকে উঠে আসে পাথর শিল্পাঞ্চলের জমির প্রসঙ্গ। অন্যের জমিতে গড়ে ওঠা খাদানগুলিকে নিয়েই সব থেকে বড় সমস্যা। আর এই জট কাটাতে জমি-মালিক ও স্থানীয় বাসিন্দাদের কোনওভাবে ব্যবসায় যুক্ত করা যায় কি না তা নিয়ে আলোচনা হয়। কোনও বিবাদের মধ্যে না গিয়ে নতুন প্রস্তাবটি গ্রহণ করে মালিক পক্ষ। এছাড়াও দীর্ঘমেয়াদি চুক্তিতে অগ্রিম টাকা (সেলামি) নেওয়ার কথাও উঠে আসে বৈঠকে। এরপরই জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরির নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেওয়া হয়। কমিটিতে প্রশাসনিক আধিকারিকরাও যেমন থাকবেন, তেমনই থাকবেন খাদান মালিকরাও। কয়েকদিনের মধ্যে সবদিক খতিয়ে দেখে কমিটি রিপোর্ট জমা দেবে রাজ্য সরকারের কাছে।
ভবিষ্যতে পাথর শিল্প সুষ্ঠুভাবে চলার ব্যাপারে আশাবাদী মালিকপক্ষ ও জেলা প্রশাসন।
[uam_ad id=”3726″]

Comments