Home » জেলার ইতিহাস » শ্বেত কালি বা সাদা কালি পূজা

শ্বেত কালি বা সাদা কালি পূজা

অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হলো শ্বেতকালী পূজা, গতকাল রাত্রিতে এই পূজা উপলক্ষে মানুষের ভীড় ও উৎসাহ ছিল চোখে পড়ার মত।
একটু আশ্চর্য্য হওয়ার কথা,কালী পুজোতো অমাবস্যাতে হয়,পূর্ণিমাতেও কি কালী পুজো হয় ?
কিন্তু হ্যাঁ পূর্ণিমাতেও কালী পুজো হয় আবার মায়ের গায়ের রং সাদা বলেই হয়তো শ্বেত কালী বা সাদা কালী এই নামেই সবাই মাকে ডাকে।
পূজাটি অনুষ্ঠিত হয় বীরভূম জেলার সিউড়ি শহর থেকে ৫ কিলোমিটার দূরে অজয়পুর গ্রামে ময়ূরাক্ষী নদীর পাড়ে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে। বহুদিন আগে অজয়পুরের পাশে ব্রজোরপুর নামে এক গ্রাম ছিল।১৯৭৮ সালের বন্যায় এই গ্রাম ভেসে যায়,আর এই ব্রজোরপুরের গ্রামবাসী অজয়পুর গ্রামে আশ্রয় নেয়।
এই ব্রজোরপুর গ্রামেই জ্বালাতন সাধু নামে এক সাধু থাকতেন তিনিই এই পুজোর সূচনা করেন।শোনা যায় রাত্রের অন্ধকারে অমাবস্যায় প্রদীপের আলোতে ঠিক ভাবে পুজো করা যেতনা তাই তিনি পূর্ণিমা তিথিতে এই শ্বেতকালীর পুজো শুরু করেন। জ্বালাতন সাধু গত হবার আগে অজয়পুরের ঋষিকেশ মাহারাকে এই পুজোর ভার দিয়ে যান,তারপর থেকে ঋষিকেশ মাহারার বংশধর এই পুজো করে আসছেন, এখন মহেশ্বর মহারা এই পুজো করছেন।
ছবি ও তথ্যঃ দীপক মাহাতো
বিজ্ঞাপন
[uam_ad id=”3726″]

Comments