Home » জেলার খবর » সংখ্যালঘু স্কলারশিপ বিষয়ে সচেতনতা শিবির

সংখ্যালঘু স্কলারশিপ বিষয়ে সচেতনতা শিবির

বীরভূম ১৮ জুলাইঃ- সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম এবং মাদ্রাসা শিক্ষা দফতরের উদ্যোগে প্রি ম্যাট্রিক ও পোষ্ট ম্যাট্রিক স্কলারশিপ বিষয়ে এক উচ্চ পর্যায়ের সচেতনতা শিবির অনুষ্ঠিত হল মঙ্গলবার বীরভূমের সিউড়ির ডিআরডিসি হলে। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দফতরের ম্যানেজিং ডিরেক্টার মৃগাঙ্ক বিশ্বাস, অতিরিক্ত জেলা শাসক রঞ্জন কুমার ঝাঁ, জেলা সংখ্যালঘু আধিকারিক ফৈয়াজ আহমেদ, সংখ্যা লঘু দফতরের শিক্ষা আধিকারিক আলি ইমরান, লিড ব্যাঙ্ক ম্যানেজার,জেলা ডি আই মাধ্যমিক ও প্রাথমিক, জেলার বিভিন্ন স্কুলের নোডাল শিক্ষকগন। দফতর সুত্রে জানা গিয়েছে সংখ্যালঘু ছাত্রও ছাত্রীদের প্রি ম্যাট্রিক ও পোষ্ট ম্যাট্রিক স্কলারশিপ এর লক্ষ মাত্রা এবং ছাত্র ছাত্রীদের আবেদন করতে কোনো সমস্যা থাকলে সেই বিষয়ে আলোচনা করা হয় এদিনের সচেতনতা শিবিরে।
ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments