Home » জেলার খবর » গরম বাড়ার সাথে সাথে দুঃশ্চিন্তা সেই মশাবাহিত রোগের

গরম বাড়ার সাথে সাথে দুঃশ্চিন্তা সেই মশাবাহিত রোগের

সিউড়ি : গরম বাড়ার সাথে সাথেই শহরাঞ্চলে বাড়ছে মশার উপদ্রব। সিউড়ি শহরে ৮০০০০ মত মানুষের বসবাস। প্রাচীন এই শহরের গত বছরের মশাবাহিত বিভিন্ন রোগের পরিসংখ্যানটা ছিল বড়ই করুন। শুধু এ শহরেই নয়, গত বছর জেলায় প্রায় ৫০০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। দোসর ছিল ম্যালেরিয়াও। জেলায় ডেঙ্গির প্রভাব যথেষ্টই ছিল। মোট ২,৭৬৯ জনের ডেঙ্গি নির্ণায়ক ‘ম্যাক অ্যালাইজা টেস্ট’ করা হয়েছিল। ডেঙ্গির জীবাণু মিলেছিল ৪৮৮ জনের শরীরে। মাত্র এক জনের মৃতু হলেও পরিসংখ্যান উদ্বেগজনক।
এবছর পৌরসভাগুলির থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। তবে সিউড়ি পৌরসভার নিকাশি ব্যবস্থার অবস্থা খুবই করুন, সেবিষয়ে পৌরসভার আগামীদিনের কর্মসূচি লক্ষণীয়।
তথ্যঃ সহায়তায় আনন্দবাজার পত্রিকা

Comments