Home » জেলার খবর » সম্প্রীতির ম্যারাথন দৌড়

সম্প্রীতির ম্যারাথন দৌড়

রবিবারের সকালে রামপুরহাটে হয়েগেল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে বসে ছিল এই প্রতিযোগিতার আসর। বীরভূম জেলা প্রশাসনের অভিনব উদ্যোগে শীতের বৃষ্টিকে উপেক্ষা করেই মানুষের উৎসাহ ছিল যেমন চোখে পড়ার মত, তেমনই ছিল প্রতিযোগীদের মধ্যে টানটান উত্তেজনা, দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সংখ্যাও বেশ ছিল। দৌড় শেষে পুরস্কৃত করা হয় অংশকারীদের মধ্যে স্থানাধিকারীদের। অনুষ্ঠানে উপস্থিত বীরভূম জেলা শাসক শ্রী পি মোহন গান্ধী মহাশয় ও অন্যান্য অধিকারীকেরা।
ছবি ও তথ্যঃ Mir Kamal Hasan

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments