Home » কবিতা ও ছড়া » স্মৃতি

স্মৃতি

সে ছিল আমার মাঝে,
তোমার মাঝে,
বসন্তের ঝড়ো হাওয়া
এখনও কোন মরমে বাজে ..!!
নেহাত শুধু হাতছানি আর
টুকরো টুকরো স্মৃতি..
পাতা ঝড়ানো বিকেলে ,
এ কোন , পর্দা ঢাকা মুক্তি..
এ বসন্ত কেমন বসন্ত…!!!
গোধূলী চাঁদের আলো..
লোক সমাজের গানের মাঝে..

 

 
তুমি থেকো ভালো..কালিকা দার জন্য আমার লেখা…

-প্রশান্ত রায়

Comments