Home » জেলার খবর » স্যানিটারি ন্যাপকিন নিয়ে সচেতনতা

স্যানিটারি ন্যাপকিন নিয়ে সচেতনতা

আদিবাসী গ্রামে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বীরভূমের রামপুরহাট থানার জামকান্দর গ্রামে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার নিয়ে সচেতনতা শিবির ও ন্যাপকিন  বিতরণ করলো বর্ধমানের কিছু কলেজ পড়ুয়ারা। অঙ্কিতা রায় ,সুমনা সরকার এদের মূল লক্ষ্য পিছিয়ে পড়া মহিলাদের সচেতনতা বাড়ানো। গ্রামের মহিলাদের বোঝানো হয় ন্যাপকিন ব্যবহার নিয়ম ও ন্যাপকিন ব্যবহার। ন্যাপকিন ব্যবহার না করলে কি কি ক্ষতি হয় ও কি কি রোগে আক্রান্ত হয় মহিলারা সেই ব্যাপারে জোর দেওয়া হয়। গ্রামে এখনো বেশির ভাগ মহিলা ন্যাপকিন ব্যবহার করেন না। ন্যাপকিন কি সেটাই জানেন না জানান গ্রামের মহিলারা। বর্ধমান বিবেকানন্দ মহাবিদ্যালয় ও মেমারী কলেজের বেশ কিছু পড়ুয়ার অংশগ্রহন ছিল শিবিরে।
ভিডিও ও তথ্যঃ অক্ষয় ধীবর

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments