Home » জেলার খবর » সাপের কামড়ে মৃত ৩ বছরের শিশু কন্যা

সাপের কামড়ে মৃত ৩ বছরের শিশু কন্যা

কুলেরা : সিউড়ি থানার অন্তর্গত কুলেরা গ্রামে একই সাপের কামড়ে মৃত ৩ বছরের শিশু কন্যা এবং আহত মা সিউড়ি সদর হাসপাতালে ভর্তি।
রবিবার রাতের ঘটনা। গরমের তীব্রতা থেকে বাঁচতে বাড়ির বাইরে খোলা জায়গায় খাটিয়ে পেতে শুয়েছিলেন মা প্রতিমা কোড়া এবং তার ৩ বছরের শিশুকন্যা পিউ কোড়া। রাত্রি ১০ টা নাগাদ প্রথমে শিশুকন্যাকে সাপে কামরায়, তখন শিশুকন্যা কেঁদে উঠে কিন্তু বাড়ির লোকজন বুঝতে পারেননি এবং তখন সাপও দেখা যায়নি। শিশুকন্যা নিস্তেজ হয়ে পড়লে সকলে ভাবেন ঘুমিয়ে পড়েছে। তারপর মধ্যরাতে ওই সাপই আবার মাকে কামড়ায়। তখন বুঝতে পারেন পুরো ঘটনা। তৎক্ষণাৎ গ্রামের লোকজন সাপটি খুঁজে বের করেন। শিশুকন্যা , মা দুজনকেই সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুকন্যাকে মৃত বলে জানান ডাক্তারেরা, মাকে ভর্তি করা হয় হাসপাতালে। মায়ের চিকিৎসা চলছে।
সাপ বিশেষজ্ঞদের মতে সাপটি ছিল ডোমনাচিতি। এবং বাইরে খোলা জায়গায় মশারি না খাটিয়ে শোয়াতেই এমন দুর্ঘটনা । মশারি খাটানো থাকলে এরকম বিপদ থেকে বহুলাংশে নিরাপদে থাকা যায়।।
[uam_ad id=”3726″]

Comments