Home » জেলার খবর » চিনপাই গ্রামের মিত্রপাড়া রাধাবল্লভ মন্দিরে জন্মাষ্টমী পালন

চিনপাই গ্রামের মিত্রপাড়া রাধাবল্লভ মন্দিরে জন্মাষ্টমী পালন

সদাইপুর থানা এলকার চিনপাই গ্রামের মিত্রপাড়া রাধাবল্লভ মন্দিরে প্রত্যেক বছরের ন্যায় এবছরও সাড়ম্বরে পালিত হল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব ।গত পরশু সন্ধ্যায় কৃষ্ণনামের মধ্যে দিয়ে অনুষ্টানের শুভ সূচনা হয় ।এই উপলক্ষ্যে গতকাল সকালে এক বিশেষ হরিনাম শোভাযাত্রার আয়োজন করা হয় ।একশত আটটি খোলোযোগে শোভাযাত্রা মন্দির প্রাঙ্গণ হইতে সমগ্র গ্রাম পরিক্রমা করে । চিনপাই ও আশেপাশের এলাকার ভক্ত বৃন্দরা ছাড়াও মায়াপুর ইসকনের প্রায় পঞ্চাশজন সন্নাসী এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এছাড়াও দুদিন ব্যাপী নাম কীর্তন, ভোগরাগ ও প্রসাদ বিতরণের কর্মসূচী নেওয়া হয়েছে ।
ভিডিও ও তথ্যঃ গৌড় চক্রবর্তী
[uam_ad id=”3726″]

Comments