Home » জেলার খবর » কুড়িয়ে পাওয়া স্মার্টফোন ফেরত দিল স্কুল পড়ুয়া

কুড়িয়ে পাওয়া স্মার্টফোন ফেরত দিল স্কুল পড়ুয়া

সাঁইথিয়া : মৃতদাস প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র মনোজ দাস সোমবার স্কুল ছুটির পর কুড়িয়ে পায় একটি স্মার্ট ফোন। ফোনটি সে স্কুলের শিক্ষকদের হাতে তুলে দেয়। তারপর স্কুলের শিক্ষকরা জানতে পারে সেটি ময়ূরেশ্বরের ভাবঘাটির ভাইরো হাঁসদা নামের কোনো একজনের। ফোনটি সুরক্ষিত ভাবে ফোনের মালিকের হাতে তুলে দেওয়া হয় সেদিনই। বেজায় খুশিতে ফোনের মালিক শিক্ষকদের এবং ছাত্রছাত্রীদের মিষ্টি মুখ করান।
ছোটদের কাছে সবথেকে লোভনীয় জিনিষ গুলির মধ্যে অন্যতম হল মোবাইল, আর এই মোবাইল পেয়েও মনোজ সেটি ফিরিয়ে দেয়। এটা স্কুলের , মনোজের বাবা মায়ের তো অবশ্যই, এটি আমাদের গোটা বীরভূমবাসীর তথা সমগ্র সমাজের গর্বের বিষয়।।
সংগৃহিত :- আনন্দবাজার পত্রিকা

Comments