Home » জেলার খবর » সম্প্রীতির পাথরচাপুড়ি মেলা

সম্প্রীতির পাথরচাপুড়ি মেলা

এই মেলা যেন অন্য কথা বলে। এ মেলা যেন নিছকই মানুষ মেলা যেখানে জাতি ধর্ম বর্ণ বলে কোনো অন্য কিছু নেই যেখানে আগত ভক্ত,পর্যটক ও দর্শনার্থীদের পরিচয় একটাই – মানুষ।
শনিবারই পাথরচাপুড়ি দাতাবাবার মাজার প্রাঙ্গণে ১২৬ তম উরস মোবারক ও মেলার সূচনা হয়। শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গণি সাহেব। উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক পি মোহন গান্ধী ও জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী মহাশয়।
প্রত্যেক বছর এই উপলক্ষ্যে পাথরচাপুড়িতে লাখো মানুষের সমাগম হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। শুধুই ভারতবর্ষ নয় এমনকি প্রতিবেশী দেশগুলি সহ বিভিন্ন দেশের পর্যটকরা এসে ভিড় জমান এই পাথরচাপুড়িতে। মসজিদ, মাজার থাকলেও আসলে এ হল সম্প্রীতির মেলা যেখানে ভিনধর্মের মানুষের অবাধ আনাগোনা। শুধুমাত্র মেলার আনন্দ উপভোগই নয় বরং হিন্দু মুসলিম সহ সকলের বিশ্বাস দাতাবাবার মাজারে চাদর চড়ালে তাঁর মনস্কামনা পূর্ণ হবেই। তাই কেউ চাদর চড়িয়ে মানত করতে আসেন আবার কেউবা মানত পূরণ হলে চাদর চড়িয়ে যান।
সাতদিনের এই মেলাকে সম্পূর্ণ নিরপত্তার মোড়কে মুড়ে ফেলতে প্রশাসনের উদ্যোগও যথেষ্ট প্রশংসনীয়। অস্থায়ী শৌচালয় তো আছেই এমনকি এবছর মেলাকে প্লাস্টিক বর্জিত করতে মেলার দোকানে দোকানে চলেছে অভিযান। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ,অসংখ্য সিভিক পুলিশ। এমনকি ড্রোন দিয়ে চলেছে নজরদারি।
তবে এসব কিছুর থেকেও যেটা বড় প্রাপ্তি এবং এক বাক্যে স্বীকার করতেই হয় তা হল এ হলো সেই মেলা যেখানে ধর্ম বা জাতপাতের কোনোই বালাই নেই, এমনই এক মিলনমেলা : বীরভূমের পাথরচাপুড়ির মেলা।
তথ্যঃ গৌড় চক্রবর্তী

Comments