Home » জেলার খবর » অভিজ্ঞতার সিউড়ি হাটজান বাজার রেলগেট

অভিজ্ঞতার সিউড়ি হাটজান বাজার রেলগেট

সিউড়ি : অফিসের কাজে সিউড়ী গিয়েছিলাম। ফেরার পথে রেলগেট বন্ধ। সামনে পড়ল একটা অ্যাম্বুলেন্স। তার ভিতরে তখন রুগীটা ছটফট করছে। বাড়ির লোকজন উৎকণ্ঠায় বার বার গাড়ীর জানালা দিয়ে চোখ বাড়াচ্ছে। কখন রাস্তা পাবো। কতক্ষণে গিয়ে তাদের রুগীটাকে ডাক্তারের সামনে নিয়ে যাবো। অতই সহজ নাকি? তোমরা রাস্তাতেই মরে যাও আর অ্যাম্বুলেন্সের ভিতরে, তাতে কার বাবার কি ? টানা ২৫ মিনিট অপেক্ষার পর অবশেষে রাস্তা পাওয়া গেল। সেখানেই আবার সবাই সবার আগে যেতে চাওয়ার প্রতিযোগিতায় নেমে গিয়েছে ততক্ষণে। একটা রুগী অ্যাম্বুলেন্সের ভিতরে কাতরাচ্ছে সেদিকে কারও নজর নেই।
দুই হাত তুলে উপরওয়ালার কাছে প্রার্থনা করলাম, ওকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিয়ো।
আমার কথা হচ্ছে, এ দৃশ্যটা তো প্রতিদিনের। তাহলে এসব দেখেও প্রসাশন নীরব কেন? একটা ওভার ব্রীজের খুবই দরকার। হয়ত তাতে করে কোন মৃত্যু পথযাত্রীটার প্রাণ বাঁচতে পারে। কিছু সময় বাঁচতে পারে। কিছু দূর্ঘটনা এড়ানো যেতে পারে।

ছবি ও তথ্যঃ স্বপন পটুয়া

Comments