Home » জেলার খবর » শিক্ষারত্ন পাচ্ছেন দুবরাজপুরের শিক্ষক

শিক্ষারত্ন পাচ্ছেন দুবরাজপুরের শিক্ষক

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘শিক্ষারত্ন’ পুরস্কার পাচ্ছেন দুবরাজপুর ব্লকের খণ্ডগ্রাম দাদপুর শালকা হাইমাদ্রাসার শিক্ষক আলি হোসেন। শুক্রবার বিকাশ ভবন থেকে ই মেলে এই খবর পেয়ে আপ্লুত ওই শিক্ষক। ৫সেপ্টেম্বর কলকাতার নজরুল মঞ্চে রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে এই সম্মান দেওয়া হবে।
মাদ্রাসা সূত্রে জানা গিয়েছে, ১৯৮০ সালের ১ জানুয়ারি এই মাদ্রাসায় বাংলার শিক্ষক হিসাবে যোগ দেন আলি সাহেব। তাঁর ব্যবহার এবং শিক্ষাদানের পদ্ধতির জন্য মাদ্রাসার প্রায় ৫০০পড়ুয়ার কাছে খুবই জনপ্রিয় তিনি। কর্মজীবনের শেষ দিকে ভালো কাজের স্বীকৃতি পেয়ে খুশি আলি সাহেব বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত ছাত্রছাত্রীদের সঙ্গেই কাটিয়ে যেতে চাই। রাজ্য তৃণমূল মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মহম্মদ ফজলে মওলা খান বলেন, আলি সাহেব এই সম্মানের জন্য মনোনীত হওয়ায় আমরা খুশি।
ছবি ও তথ্যঃ বরণ ব্যানার্জী
[uam_ad id=”3726″]

Comments