Home » জেলার খবর » সিউড়ি শহরে রাস্তা সম্প্রসারণ শিলান্যাস আগামী সপ্তাহে

সিউড়ি শহরে রাস্তা সম্প্রসারণ শিলান্যাস আগামী সপ্তাহে

সিউড়ি : সিউড়ির রাস্তা সম্প্রসারণের জন্য আগামী সপ্তাহে শিলান্যাস করার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলাশাসক দপ্তরের সমন্বয় বৈঠকে আগামী সপ্তাহ থেকে কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য সিউড়ি হাটজন বাজার থেকে তিলপাড়া পর্যন্ত রাস্তা সম্প্রসারণের জন্য টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এই বিষয়ে বীরভূমের জেলাশাসক পি মোহন গান্ধী মহাশয় জানান , প্রাথমিক পর্যায়ে ১৫ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। সিউড়ি সার্কিট হাউসের পর থেকে এসপি মোড় পর্যন্ত প্রথম পর্যায়ের কাজ শুরু হবে। সেইসঙ্গে পুরসভা , জলসম্পদ দফতর মাটির তলায় থাকা জলের পাইপ সরিয়ে নেবে। বিদ্যুৎ দফতর রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিগুলি সরিয়ে নেবে। এই কাজ শুরু হলে নগরবাসীর ব্যাপক সুবিধা হবে।
তথ্য খবরের কাগজ থেকে সংগৃহিত।
[uam_ad id=”3726″]

Comments