Home » জেলার খবর » সিউড়ী জেলা হাসপাতালের এস.এন.সি.ইউ. এর সামনে উত্তেজনা

সিউড়ী জেলা হাসপাতালের এস.এন.সি.ইউ. এর সামনে উত্তেজনা

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ১৪ দিনের শিশুকে বীরভুমের খয়রাশোল থেকে পাঠানো হয় সিউড়ি সদর হাসপাতালে। কিন্তু এম্বুলেন্স চালক একই সঙ্গে দুটি রোগী নিয়ে আসায় এস.এন.সি.ইউ. এর ডাক্তার ওই শিশুর ভাওচারে সই করতে চাননি। ফলে ওই ডাক্তারের সাথে বচসায় জড়ায় শিশুর বাড়ির আত্মীয়রা। ডাক্তার ওই শিশুর রেফার পেপার ছুঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ ডা: কবিরাজ পান্ডের বিরুদ্ধে। এদিকে বচসার জেরে শিশু ভর্তিতে দেরী হয় আরও অসুস্থ হয়ে পড়ে শিশুটি।
এম্বুলেন্স চালকরা নিজেদের অর্থ বাঁচানোর জন্য এরকম প্রায়ই করে থাকেন।
ছবি ও তথ্যঃ শেখ বুলবুল

 

বিজ্ঞাপন
[uam_ad id=”3726″]

Comments