Home » জেলার খবর » দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের পাশে বীরভূম পুলিশ সুপার

দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের পাশে বীরভূম পুলিশ সুপার

সিউড়ি : সিউড়ির অরবিন্দ ইস্টিউট ফর সাইটলেস স্কুলের দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের হাতে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে ভয়েস রেকর্ডার ও ব্রেইল স্লেট তুলে দিলেন মাননীয় পুলিশ সুপার নীলকান্ত সুধীরকুমার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যভিশনাল এস পি যোবি থমাস, ডি এস ও ডি এন টি আনন্দ সরকার, জেলা জনশিক্ষা দপ্তরের মুখ্য আধিকারিক মহঃ হাসিমুদ্দিন প্রমুখ। বিদ্যালয়ের ৫৪ জন ছাত্রছাত্রীর হাতে এই স্টাডি মেটিরিয়াল তুলে দেওয়া হয়। এই স্টাডি মেটিরিয়াল পেয়ে ভীষণ খুশি সন্তোষী ঘোষ, বোমভোলা কৈবত, ঝর্ণা সিংহ, তাথৈ মিত্ররা।
দীপক কুমার দাস। সিউড়ি

Comments