Home » জেলার খবর » দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের ৬৯ তম রথযাত্রা

দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের ৬৯ তম রথযাত্রা

১৯৫২ সালে ঠাকুর সত্যানন্দ দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠা করেছিলেন। সেই তখন থেকেই আশ্রমের রথযাত্রা শুরু হয়েছিল। সেই ঐতিহ্যকে সামনে রেখে প্রতিবছরের মত এবছরও আশ্রম কর্তৃপক্ষ তথা প্রাণপুরুষ স্বামী সত্য শিবানন্দ মহারাজের হাত ধরে এবছর ৬৯ তম শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হল। শহর তথা শহরকেন্দ্রিক বিভিন্ন গ্রাম থেকে অগণিত ভক্ত, স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে সুশৃঙ্খল ভাবে আশ্রমের রথযাত্রা শহর পরিক্রমা করে। আশ্রমের শীর্ষ লোক মনে করেন রথের দড়িতে টান দিলে মানুষের পুন্য লাভ হয়। সেই পুন্য অর্জনের জন্য শহরের অগণিত মানুষ রথের দড়িতে টান দেন। আশ্রমের এই ধর্মীয় রথযাত্রায় জগন্নাথের সাথে শ্রী শ্রী রামকৃষ্ণ ও সারদা মায়ের মূর্তি একই সাথে শহর পরিক্রমা করে বলে শিবানন্দ মহারাজের মুখ থেকে শোনা যায়।
ভিডিও ও তথ্যঃ নয়ন দাঁ
[uam_ad id=”3726″]

Comments