Home » জেলার খবর » পথ নাটিকার মাধ্যমে সচেতনতা

পথ নাটিকার মাধ্যমে সচেতনতা

মাদক সেবন, বাল্য বিবাহ, শিশু শ্রম এবং নারী পাচার বন্ধ করতে পথ নাটিকার মাধ্যমে সচেতনতা প্রচার দুর্বার মহিলা সমন্বয় কমিটির আমরা পদাতিক বাহিনীর সদস্যেদের। সোমবার বীরভূমে এই পথ নাটিকা প্রদর্শন করলেন তারা। যৌন কর্মীদের সন্তান ও রুপান্তর কামীরা এই পথ নাটিকাতে অভিনয় করছেন। পদাতিক বাহিনীর রাজ্য সভানেত্রী তাঞ্জিলা খাতুন বলেন, আমরা সারা রাজ্য জুড়ে প্রতিটি জেলাতে গিয়ে আমরা ৮ জন পথ নাটিকার মাধ্যমে ওই সমস্ত সমস্যার কথা তুলে ধরছি।

ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments