Home » জেলার খবর » স্বামীজীর ১৫৬তম জন্মবার্ষিকী পালন

স্বামীজীর ১৫৬তম জন্মবার্ষিকী পালন

সিউড়ি বিবেকানন্দ লাইব্রেরি ও শহরে পদযাত্রার ভিডিও
জেলা জুড়ে আজ সারাদিন সাড়ম্বরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। ১৯৬৩ সালের ১২ই জানুয়ারি ভারতবর্ষ পেয়েছিল এই মহা মানবকে। এবছর তাঁর১৫৬তম জন্মবার্ষিকী।
সেই উপলক্ষ্যে স্কুল, কলেজ , অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান , অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান প্রভৃতি বিভিন্ন স্থানে আজ এই মহান দিনটিকে সম্মানের সাথে পালন করা হলো। কোথাও অনুষ্ঠান বা কোথাও পদযাত্রায় সামিল হন ছোট ছোট স্কুল ছাত্রছাত্রী থেকে বড়রা। দেশাত্মবোধক বক্তব্য, স্বামীজীর কথা অনুষ্ঠানগুলির মূল কেন্দ্রবিন্দু।
আবার অন্যদিকে সিউড়ি ১এর পল্লী মোড়ে (বড় বাগান)- এ এই শোভাযাত্রা বের করাকে কেন্দ্র করে পুলিশ ও শোভাযাত্রার উদ্যোক্তাদের মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয়। সেখানে ABVP এর বাইক শোভাযাত্রায় বাধা পুলিশের। বিবেকান্দের জন্মবার্ষিকী উপলক্ষে বাইক শোভাযাত্রা হওয়ায় কথা ছিল। তবে পায়ে হেঁটে শোভাযাত্রা করা যাবে জানিয়েছে পুলিশ। শেষ অবধি কোনো প্রকার শোভাযাত্রায় বের করেনি আয়োজকেরা।

ভিডিও সোমেস্বর বড়াল ও রথিন ধীবর

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments