Home » কবিতা ও ছড়া » ll তোমায় মনে করে ll

ll তোমায় মনে করে ll

– প্রশান্ত রায়

খোলা বোতাম এখনও খোলা,
নীল জানলার পাশে…
সন্ধ্যা মেঘের অন্ধকার,
আমায় ভালবাসে…
পথের ধারে ফেলে যাওয়া
তোমার চিঠি গুলো..
ছেঁড়া তারের তানপুরা আর
মনের মাঝে ধুলো..
আঁধার ভেদে তোমার আসা..
মৃত্যুক্ষুধার সুর..
ওড়াও তোমার ঘূর্ণী-আঁচল
বেদনা মধুর…
নদীর মাঝে নৌকাডুবি,
মেঘমল্লার খেলা..
জীবন রাতের স্বপ্নাবেশে
নীরব মিলন মেলা..

Comments