Home » জেলার খবর » পাথর বোঝায় লরি থেকে রাজস্ব আদায়কে কেন্দ্র করে উত্তাল হলো এলাকা

পাথর বোঝায় লরি থেকে রাজস্ব আদায়কে কেন্দ্র করে উত্তাল হলো এলাকা

ভিডিওতে দেখুন উভয় পক্ষের বক্তব্য

ঘটনাটি ঘটেছে বীরভুমের মহম্মদ বাজার থানার পাঁচামি পাথর শিল্পাঞ্চলে। এক লরি চালক তোলা না দেওয়াই তাকে মারধোরের অভিযোগ তুলেছেন ভূমি ও ভুমি রাজস্ব দফতরের কর্মীর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে কর্তব্যরত ভূমি ও ভুমি রাজস্ব দফতরের কর্মী কৌশিক চৌধুরী পাল্টা দাবি ওই লরি চালক স্থানীয় হওয়ার কারনে পাথরের রাজস্ব না দিয়েই দ্রুত গতিতে লরি নিয়ে পালাচ্ছিলেন। সেই লরির পাথর ছিটকে জখম হয়েছে এক নিরাপত্তা রক্ষী, সেই লড়ি চালক কে আটক করতে গেলে স্থানীয়রা অবরোধ করেন। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
প্রশাসন ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে পাঁচামি পাথর শিল্পাঞ্চের কাপাসডাঙ্গাতে ভুমি ও ভুমি রাজস্ব দফতরের চেক গেট আছে। সেখানে পাথর বোঝায় লড়ির রাজস্ব আদায়ের চালান দেখা হয় ও রাজস্ব আদায় করা হয়। রবিবার স্থানীয় আলিনগর গ্রামের লড়ি চালক লাল চাঁদ শেখ পাচামী থেকে ডাম্পার বোঝায় পাথর নিয়ে আসছিলেন। অভিযোগ রাজস্ব আদায়ের চালান থাকা সত্বেও ওই চেক গেটের কর্মীরা তার কাছে টাকা চায়। সেই টাকা দিতে অস্বীকার করায় ওই চালকে নামিয়ে মারধোর করা হয় ও ডাম্পারের কাচ ভেঙ্গে দেয় চেক গেটের কর্মী ও নিরাপত্তা রক্ষীরা। খবর পেয়ে ঘটনা স্থলে স্থানীয় বাসিন্দারা চেক গেটে বিক্ষোভ ও পাঁচামি শিল্পাঞ্চল যাওয়ার রাস্তা অবরোধ শুরু করে। ঘটনা স্থলে মহম্মদ বাজার থানা ও সিউড়ি থেকে ডি এস পি আনন্দ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে করে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আরো অভিযোগ একটি মাত্র পারাপারের ওই রাস্তাতে স্কুল ও অফিস টাইমে বিশাল যানজট হয় ওই চেক গেটের কারনে তা অবিলম্বে অন্যত্র সড়াতে হবে। লাল চাঁদ শেখ বলেন, আমি যে ক্রাসারে পাথর কিনেছিলাম সেখান থেকেই রাজস্ব আদায়ের চালান নিয়েছিলাম। চেক গেটে তবুও ২০০ টাকা দাবি করে আমি দিতে না চাইলে মারধর করে গাড়ি ভাঙচুর করা হয়। এদিকে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের জেলা আধিকারিক নীল কমল বিশ্বাস বলেন, স্থানীয় বাসিন্দা হওয়ার কারনে ওই লড়ি চালক রাজস্ব না দিয়েই বলপূর্বক পাথরের লড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমাদের কর্মীরা চালান কাটতে বললে না কেটে ডাম্পারটি দ্রুত পালাতে গেলে এক নিরাপত্তা রক্ষী জখম হয়। তার পরেই গণ্ডগোল পাকায় স্থানীয়রা। সোমবার স্থানীয় পাথর ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করবো সেখানে সিদ্ধান্ত নেবো ভবিষ্যতে কোথায় কিভাবে রাজস্ব আদায় করা হবে।

ছবি ও তথ্যঃ মায়া সালুই
[uam_ad id=”3726″]

Comments