Home » জেলার খবর » লাল আলোয় গাড়ি চলে, সবুজে থামতে হয়

লাল আলোয় গাড়ি চলে, সবুজে থামতে হয়

কি অদ্ভুত পরিস্থিতি তাই না! বা দেখেছেন কোথাও এমন সিগন্যালিং ব্যবস্থা? হয়তো দেখেন নি।
সিগন্যালিং ব্যবস্থাতেও কোথাও বলা নেই এমন কথা, যে লাল দেখলে দৌড়াবেন বা গাড়ি জোড়ে ছুটাবেন, আর সবুজ দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন।

ন্যাশনাল হাইওয়ে ৬০ আর সিউড়ি রাজনগর রাস্তা অর্থাৎ এস.এইচ. ৬ এর সংযোগস্থলে সকাল, বিকাল, রাত্রি এমনই উল্টো রথের ছবি দেখা যায়। ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়া বড় বড় লরিগুলি যখনই দেখে লাল আলো, তারা আরও দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেসময় সবুজ আলো দেখে যদি কেউ পেরোতে যান, দুর্ঘটনার হাত থেকে তাকে বাঁচানো সম্ভব নয়। এই স্থানে সবসময় কর্মরত অবস্থায় থাকতে দেখা যায় দুতিনজন সিভিক ভলেন্টিয়ারকে। কিন্তু কোনো গাড়ি চালকই সেভাবে পরোয়া করে এই ভলান্টিয়ারদের। তাই তারাও হেলদোল করেন না। আর তাছাড়া নিয়ম ভেঙ্গে যাওয়া লড়িগুলির আটকেরও ব্যবস্থা নেই।
কিন্তু এইভাবে চলতে থাকলে আবার একটা চিংড়িঘাটার মত দুর্ঘটনা ঘটতেই পারে। আবার কেড়ে নিতে পারে নিয়ম মেনে রাস্তা পাড় হওয়া তরতাজা প্রাণ।
প্রশাসনিক তৎপরতা এবং আপনার সচেতনতাই জীবনের মূল্য ফিরিয়ে দিতে পারে।

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments