Home » জেলার খবর » রাস্তা তুমি কার ?

রাস্তা তুমি কার ?

সিউড়ি : জেলার সদর শহর সিউড়ি, শতাব্দী প্রাচীন শহরের দৌলতে এমনিতেই রাস্তাঘাট সংকীর্ণ। শহরের সর্বত্রই রাস্তার সংকীর্ণতা চোখে পড়লেও সবথেকে বড় সমস্যা সিউড়ি মসজিদ মোড় থেকে দত্তপুকুর পাড়া পর্যন্ত, যার মধ্যেই পড়ে আবার মাছ বাজার। সাঁইথিয়ার সাথে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ রাস্তা এটি, এছাড়াও সিউড়ির কাছেই বেশ কিছু অঞ্চল রয়েছে, সেখানকার মানুষের যাতায়াতের মাধ্যমও এই রাস্তা। রাস্তার গুরুত্ব সম্পর্কে এর থেকে বেশি কিছু বলার প্রয়োজনও নেই।
কিন্তু এমন গুরুত্বপূর্ণ রাস্তায় প্রতিদিনই দেখা যায় টোটোর দৌরাত্ব। একের পর এক টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, শুধু একটি করেই নয়, কখনো কখনো একসঙ্গে দুটি করে গাড়ি রেখে রাস্তার গতিকে একেবারে রুদ্ধ করে দেওয়া হয়। এমনিতেই একটি বড় গাড়ি ঢুকলে অন্যান্য সকলে দাঁড়িয়ে থাকতে হয়, তারপর আবার এমন দৌরাত্ব। এলাকার মানুষ এবং অন্যান্য পথচারীরা এমন উপদ্রবে অতিষ্ঠ।।

[uam_ad id=”3726″]

Comments